V P
প্রিয়াংকা রাণী দাস
সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার এলাকার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান “শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল”টি শিক্ষার আলো বিস্তারে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। যা দীর্ঘ ১ দশক যাবত শিক্ষার আলো সূর্য্যরে ন্যায় বিস্তার করে আসছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার সন্তানকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবক্ষয় রোধসহ ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
সুন্দর লোকেশন ও সুপরিসর ক্যাম্পাসে আধুনিক যন্ত্রপাতি সুু-সজ্জিত কম্পিউটারের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুলটি। তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৌশল ও উপকরণ ব্যবহার করার ফলে এখানকার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা বলতে যা বোঝায় তার শতভাগই অর্জন করতে সক্ষম হবে। শিক্ষার্থীর মেধা ও মননশীলতা বিকাশে নান্দনিক পাঠদানের মাধ্যমে ভালো শিক্ষার্থীকে আরও ভালো করে তোলা আমাদের ব্রত। তাই বর্তমানে শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, সেবা দানই আমাদের ব্রত। এই মনোভাবই স্কুলটির প্রধান মূলমন্ত্র। জাতি গঠনের এ প্রয়াসে সকলের সহযোগিতাই আমাদের প্রত্যাশা।
প্রকৃত পক্ষে একজন সন্তানের প্রথম শিক্ষক তার বাবা-মা। তাই বাবা-মাকে সিদ্ধান্ত নিতে হয় সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবে। বাবা-মা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই সন্তান গড়ে উঠবে আদর্শ নাগরিক হিসেবে। তাই আপনার সন্তানকে ভর্তির পূর্বৈ আমাদের স্কুল সম্পর্কে জানার অনুরোধ রইল। এছাড়া, নিজেকে এগিয়ে রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ ‘শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল’কেই বেছে নেবেন বলে আমি আশা করি।