Chairman Image
Engr. Palas Ch. Das
Chairman's Speech

শিক্ষা মানুষের মৌলিক নাগরিক অধিকার, যা সংবিধানে গণমুখী, সার্বজনীন, সুপরিকল্পিত, বিজ্ঞানমনস্ক ও মানসম্পন্ন পদ্ধতিতে প্রদানের নির্দেশনা রয়েছে। শিক্ষাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর লক্ষ্যে সাম্প্রতিক সৃজনশীল পদ্ধতির পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি। সরকারি ও বেসরকারি নানামুখী উদ্যোগের ফলে শিক্ষার সম্প্রসারণের কিছু চর্চা থাকলেও তা প্রয়োজন ও চাহিদার তুলনায় নিতান্তই কম। উপরন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচন্ড আগ্রহের ফলে তৈরি হয়েছে শিক্ষা বাণিজ্যের অবারিত সুযোগ, যার কশাঘাতে জর্জরিত আমাদেও অভিভাবক ও ছাত্র সমাজ। শিক্ষা বাণিজ্যের এই অপসংস্কৃতির বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিকতাসম্পন্ন দক্ষ, যোগ্য, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে যাত্রা করেছে শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল।

সুন্দর লোকেশন ও সুপরিসর ক্যাম্পাসে আধুনিক যন্ত্রপাতি সুু-সজ্জিত কম্পিউটারের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল। তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৌশল ও উপকরণ ব্যবহার করার ফলে এখানকার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা বলতে যা বোঝায় তার শতভাগই অর্জন করতে সক্ষম হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, সেবা দানই আমাদের ব্রত। এই মনোভাবই স্কুলটির প্রধান স্বতন্ত্র। জাতি গঠনের এ প্রয়াসে সকলের সহযোগিতাই আমাদের প্রত্যাশা।

দেশের বর্তমান শিক্ষা ধারায় আমূল পরিবর্তন ঘটেছে। পঠন-পাঠন পদ্ধতিতে হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। আমরা সৃজনশীলতায় বিশ্বাসী। তাই শিক্ষার্থীর মেধা ও মননশীলতা বিকাশে নান্দনিক পাঠদানের মাধ্যমে ভালো শিক্ষার্থী কে আরও ভালো করে তোলা আমাদের ব্রত। তাই বর্তমানে শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এর পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার প্রতিও নিষ্ঠাবান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। তাই নিজেকে এগিয়ে রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুলকেই বেছে নেবেন বলে আমি আশা করি।

Read more

Teachers

11 Teachers

News

1 News

Notices

5 Notices

Staff

0 Staff

Our Achievements

Our Achievements
institute

উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোমলমতি শিশুদের স্বাগতম।

এলাকার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান “শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল”টি শিক্ষার আলো বিস্তারে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। যা দীর্ঘ ১ দশক যাবত শিক্ষার আলো সূর্য্যরে ন্যায় বিস্তার করে আসছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার সন্তানকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবক্ষয় রোধসহ ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। 

সুন্দর লোকেশন ও সুপরিসর ক্যাম্পাসে আধুনিক যন্ত্রপাতি সুু-সজ্জিত কম্পিউটারের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুলটি। তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৌশল ও উপকরণ ব্যবহার করার ফলে এখানকার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা বলতে যা বোঝায় তার শতভাগই অর্জন করতে সক্ষম হবে। শিক্ষার্থীর মেধা ও মননশীলতা বিকাশে নান্দনিক পাঠদানের মাধ্যমে ভালো শিক্ষার্থীকে আরও ভালো করে তোলা আমাদের ব্রত। তাই বর্তমানে শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, সেবা দানই আমাদের ব্রত। এই মনোভাবই স্কুলটির প্রধান মূলমন্ত্র। জাতি গঠনের এ প্রয়াসে সকলের সহযোগিতাই আমাদের প্রত্যাশা।

প্রকৃত পক্ষে একজন সন্তানের প্রথম শিক্ষক তার বাবা-মা। তাই বাবা-মাকে সিদ্ধান্ত নিতে হয় সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবে। বাবা-মা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই সন্তান গড়ে উঠবে আদর্শ নাগরিক হিসেবে। তাই আপনার সন্তানকে ভর্তির পূর্বৈ আমাদের স্কুল সম্পর্কে জানার অনুরোধ রইল। এছাড়া, নিজেকে এগিয়ে রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ ‘শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল’কেই বেছে নেবেন বলে আমি আশা করি।
 

Frequently Asked Questions

কারণ আমাদের আছে এক ঝাঁক তরুণ নিবেদিত শিক্ষক শিক্ষিকা এবং একটি মনোরম শিক্ষার পরিবেশ।
আপনার সন্তানকে আমরা মায়ের মতো আগলে রাখি
সন্তান আপনার মানুষের মত মানুষ করার দায়িত্ব আমাদের।