Engr. Palas Ch. Das

Chairman's Speech
বাণী

শিক্ষা মানুষের মৌলিক নাগরিক অধিকার, যা সংবিধানে গণমুখী, সার্বজনীন, সুপরিকল্পিত, বিজ্ঞানমনস্ক ও মানসম্পন্ন পদ্ধতিতে প্রদানের নির্দেশনা রয়েছে। শিক্ষাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর লক্ষ্যে সাম্প্রতিক সৃজনশীল পদ্ধতির পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি। সরকারি ও বেসরকারি নানামুখী উদ্যোগের ফলে শিক্ষার সম্প্রসারণের কিছু চর্চা থাকলেও তা প্রয়োজন ও চাহিদার তুলনায় নিতান্তই কম। উপরন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচন্ড আগ্রহের ফলে তৈরি হয়েছে শিক্ষা বাণিজ্যের অবারিত সুযোগ, যার কশাঘাতে জর্জরিত আমাদেও অভিভাবক ও ছাত্র সমাজ। শিক্ষা বাণিজ্যের এই অপসংস্কৃতির বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিকতাসম্পন্ন দক্ষ, যোগ্য, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে যাত্রা করেছে শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল।

সুন্দর লোকেশন ও সুপরিসর ক্যাম্পাসে আধুনিক যন্ত্রপাতি সুু-সজ্জিত কম্পিউটারের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুল। তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৌশল ও উপকরণ ব্যবহার করার ফলে এখানকার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা বলতে যা বোঝায় তার শতভাগই অর্জন করতে সক্ষম হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য নয়, সেবা দানই আমাদের ব্রত। এই মনোভাবই স্কুলটির প্রধান স্বতন্ত্র। জাতি গঠনের এ প্রয়াসে সকলের সহযোগিতাই আমাদের প্রত্যাশা।

দেশের বর্তমান শিক্ষা ধারায় আমূল পরিবর্তন ঘটেছে। পঠন-পাঠন পদ্ধতিতে হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। আমরা সৃজনশীলতায় বিশ্বাসী। তাই শিক্ষার্থীর মেধা ও মননশীলতা বিকাশে নান্দনিক পাঠদানের মাধ্যমে ভালো শিক্ষার্থী কে আরও ভালো করে তোলা আমাদের ব্রত। তাই বর্তমানে শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এর পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার প্রতিও নিষ্ঠাবান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। তাই নিজেকে এগিয়ে রাখতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ শিশুস্বর্গ ল্যাবরেটরি হাই স্কুলকেই বেছে নেবেন বলে আমি আশা করি।